এই পথ যদি না শেষ হয়

গান- এই পথ যদি না শেষ হয়
শিল্পী- হেমন্ত মুখার্জী ও সন্ধ্যা মুখার্জী


আ হা আ হা 
লা লা লা লা - লা লা লা- লা লালা লা -লা লালা লা 
লা লা লা

এই পথ যদি না শেষ হয়, 
তবে কেমন হত তুমি বলত ? -২

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়,
তবে কেমন হত তুমি বলত ?

তুমিই বল

এই পথ যদি না শেষ হয়, 
তবে কেমন হত তুমি বলত ?

লাল লা লা লা- লাল লা লা লা- লা লা লা

কোন রাখালের, ঐ ঘর ছাড়া বাঁশিতে সবুজের
ঐ দুল দুল হাসিতে- রাখালের কোন ঘর ছাড়া বাঁশিতে সবুজের
ঐ দুল দুল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়

যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, 
বে কেমন হত তুমি বলত ?

বলবনা

এই পথ যদি না শেষ হয়,
তবে কেমন হত তুমি বলত ?

লা লা লা লা, হু হু হু হু হু 

নীল আকাশের, ঐ দূর সীমা ছাড়িয়ে এই গান
যেন যায় আজ হারিয়ে - ২

প্রাণে যদি এ গানের রেশ রয়-
যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, 
তবে কেমন হত তুমি বলত ?

-তুমিই বল
=না না তুমিই বল 
-না তুমি বল
=উহু তুমি বল
-তুমি বল
=তুমি বল
-উহু তুমি বল
-তুমি
=তুমি

এই পথ যদি না শেষ হয়, 
তবে কেমন হত তুমি বলত ? -২



Powered by Blogger.