তোমার ওই মনটাকে - পার্থ বড়ুয়া ( Tumar oy monta ke - Partho Borua )

গান- তোমার ওই মনটাকে
শিল্পী- পার্থ বড়ুয়া

তোমার ওই মনটাকে, 
একটা ধুলোমাখা পথ করে দাও-
আমি পথিক হব ! -২

ভালোবাসার কিছু পদদ্ধনি -২
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব-
আমি পথিক হব !

তোমার ওই মনটাকে, 
একটা ধুলোমাখা পথ করে দাও-
আমি পথিক হব !

সকালের সোনা-সোনা রোদ,
সেই পথের ধুলোয় এসে-
ছড়িয়ে যাবে -২

আমার দু-চোখে বোনা বিভাগী স্বপ্নগুলো
তোমাকেই খুজে পাবে !

ভালোবাসার কিছু পদদ্ধনি -২
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব-
আমি পথিক হব !

তোমার ওই মনটাকে ...

জোছনায় ভেজা-ভেজা রাত,
সেই পথের সীমানাতে জড়িয়ে যাবে -২

আমার ক্লান্ত পায়ে, মুখর এ লগ্ন-গুলো,
নীরবে মুখ লোকাবে ।

ভালোবাসার কিছু পদদ্ধনি -২
তোমাকে সারাবেলা শুনিয়ে যাব
আমি পথিক হব !

তোমার ওই মনটাকে, 
একটা ধুলোমাখা পথ করে দাও
আমি পথিক হব ! -২



Powered by Blogger.