ভালবাসাই হল না - হাবীব ও ন্যান্সি (Valobashai Holo Na by Habib & Nancy)
গান- ভালোবাসাই হল না
শিল্পী- হাবীব ও ন্যান্সি
ভালো করে ভালবাসাই হল না- কাছে আসাই হলনা!
তুমি আমার, হবে না তুমি করো আর,
হয়েছি তুমারি, প্রেমে একাকার
তুমি ভালবাস বলে, প্রাণ আছে এ দেহে আমার ।
হয়েছি তুমারি, প্রেমে একাকার
তুমি ভালবাস বলে, প্রাণ আছে এ দেহে আমার ।
ভালো করে ভালবাসাই হল না- কাছে আসাই হলনা!
যদি হঠাৎ বাধা আসে কোন
ছেড় না হাত- শোন প্রিয় শোন ।
ছেড় না হাত- শোন প্রিয় শোন ।
ছাড়বনা হাত, থাক কাছাকাছি,
দিন থেকে রাত- প্রেমে ডুবে আছি ।
দিন থেকে রাত- প্রেমে ডুবে আছি ।
রাখ যত নির্ভয় এ হৃদয়ে তবু,
কেন যে ভয় হারাবার!!
কেন যে ভয় হারাবার!!
তুমি আমার, হবে না তুমি করো আর,
হয়েছি তুমারি প্রেমে একাকার
তুমি ভালবাস বলে, প্রাণ আছে এ দেহে আমার ।
হয়েছি তুমারি প্রেমে একাকার
তুমি ভালবাস বলে, প্রাণ আছে এ দেহে আমার ।
ভালো করে ভালবাসাই হল না- কাছে আসাই হলনা!
সময় যখন হল কাছে পাবার,
সময় তখন হল দূরে যাবার !!
সময় তখন হল দূরে যাবার !!
তবু জীবন যাবে না তো থেমে,
বড় আপন তুমি গেছি ছেড়ে!!
বড় আপন তুমি গেছি ছেড়ে!!
তুমি যাবে-যেখানে সেখানে আমি-
ছায়া হব যে তোমার ।
ছায়া হব যে তোমার ।
তুমি আমার, হবে না তুমি করো আর,
হয়েছি তুমারি প্রেমে একাকার
তুমি ভালবাস বলে, প্রাণ আছে এ দেহে আমার ।
হয়েছি তুমারি প্রেমে একাকার
তুমি ভালবাস বলে, প্রাণ আছে এ দেহে আমার ।