হারিয়ে ফেলা ভালবাসা - হাবীব ওয়াহিদ ( Hariye Fela Valobasha - Habib Wahid )

গান- হারিয়ে ফেলা ভালবাসা
শিল্পী- হাবীব ওয়াহিদ

আলতো ছোয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা,
সেই স্মৃতিটাই আজও হাতড়াই
হারিয়ে ফেলা ভালবাসা । - ২

বুঝনা- খোঁজনা- দেখনা হৃদয়ে
কি যে ব্যাথা- আকুলতা 

এভাবে, কে ভাবে, কে কবে যে প্রণয়ে-
বেঁধে তোমায়- পেলো ব্যাথা ?

সেই স্পর্শের গভীরতায়
যেই ভাষায়- তুমি বুঝ কি? বুঝনা এই হতাশা !!

আলতো ছোয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা,
সেই স্মৃতিটাই আজও হাতড়াই
হারিয়ে ফেলা ভালবাসা । - ২

ভাবনা- যাবেনা তবুও তো ভুলা,
কেটে যাবে- জীবন একা !

হবনা- কভু না- হবে না তো বলা,
বুকে কত কষ্ট রাখা !
এই অস্থির অ-সময়ের বারতা
তুমি শুনতে বল পার কি ? না কি পারনা ?!

আলতো ছোয়ায় চোখের চাওয়ায়
পাওয়া না পাওয়ার কি যে নেশা,
সেই স্মৃতিটাই আজও হাতড়াই
হারিয়ে ফেলা ভালবাসা । - ২





Powered by Blogger.