ভিন্ন - শুরভী & এস আই টুটুল ( Vinno - Surovi & SI Tutul )
গান- ভিন্ন
শিল্পী- শুরভী & এস আই টুটুল
তুমি ভিন্ন- আমি ভিন্ন
দুই ভুবনের দুইজন শূন্য ! -২
পরজনমে হবেই হবে দেখা ।
না যাইও- না যাইও রে প্রাণ সখা -২
পুড়াও যদি প্রেম অনলে,
পুড়তে রাজি আমি !
নয়ন জলে ভাসতে রাজি,
ভাসাও যদি তুমি !! -২
দেখনা চেয়ে বুক পিজ্ঞরে -২
পাবি আমার দেখা
না যাইও- না যাইও রে প্রাণ সখা -২
ভুলিব কি করে বন্ধু
যায়না ভুলা তোরে,
দেহের আধেক প্রাণওরে তুই
বাঁচিব কি করে ?
ও- ভুলিব কি করে বন্ধু
যায়না ভুলা তোরে
দেহের আরেক প্রাণওরে তুই
বাঁচিব কি করে ?
রুহুতে রুহুরই ছা-য়া -২
একেছে বিধাতা
না যাইও- না যাইও রে প্রাণ সখা -২
শিল্পী- শুরভী & এস আই টুটুল
তুমি ভিন্ন- আমি ভিন্ন
দুই ভুবনের দুইজন শূন্য ! -২
পরজনমে হবেই হবে দেখা ।
না যাইও- না যাইও রে প্রাণ সখা -২
পুড়াও যদি প্রেম অনলে,
পুড়তে রাজি আমি !
নয়ন জলে ভাসতে রাজি,
ভাসাও যদি তুমি !! -২
দেখনা চেয়ে বুক পিজ্ঞরে -২
পাবি আমার দেখা
না যাইও- না যাইও রে প্রাণ সখা -২
ভুলিব কি করে বন্ধু
যায়না ভুলা তোরে,
দেহের আধেক প্রাণওরে তুই
বাঁচিব কি করে ?
ও- ভুলিব কি করে বন্ধু
যায়না ভুলা তোরে
দেহের আরেক প্রাণওরে তুই
বাঁচিব কি করে ?
রুহুতে রুহুরই ছা-য়া -২
একেছে বিধাতা
না যাইও- না যাইও রে প্রাণ সখা -২