পথ - চিরকূট ( Poth - Chirkut )

গান- পথ
ব্যান্ড- চিরকূট

পথ হয়না কখনো কারো
তবু পথের মায়ায় ঘর ছাড়ি আবার-ও

অচেনা ধাঁধাঁয় চেনা পৃথিবী
তুমি কবিতা, শেষ ছবি

মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে
ও মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে

হারিয়ে নিজেকে- আর খোঁজনি
ঠিক ঠাক ভূমিকা চাও- বুঝনি

যাও তুমি যাও- অন্ধ কবি
দেয়ালে দেয়াল আকাশ ডুবি

মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে
ও মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে

নিশিথিনী রাত ভোরেরা 
নিয়নের ঘুম ঘুরে হায়

পালিয়ে যাওয়া হলনা
পালাবার পথ মেলে না

যাযাবর মন ধুম্রজালে
ছন্নছাড়া হাল-বেহালে

মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে
ও মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে

পথ হয়না কখনো কারো
তবু পথের মায়ায় ঘর ছাড়ি আবার-ও

অচেনা ধাঁধাঁয় চেনা পৃথিবী
তুমি কবিতা, শেষ ছবি

মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে
ও মন পথে পথে- ঘরে ফেরা কোন মতে






Powered by Blogger.